
প্রকাশিত: Sat, Aug 5, 2023 11:07 PM
আপডেট: Wed, May 7, 2025 7:32 PM
[১]মাঠে ফিরেছেন খুলনার নারী ফুটবলাররা পাশে রয়েছেন পুলিশ ও রাজনৈতিক নেতারা
এইচ আর তানজির: [২] শনিবার বিকালে সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী ও অন্যান্য নারী খেলোয়াড়কে মাঠে খেলতে দেখা যায়। এ সময় তারা বেশ প্রফুল্ল ছিলেন। আর তাদের সাহস যোগাতে মাঠেই ছিলেন কয়েকজন স্থানীয় রাজনৈতিক।
[৩] সাদিয়া নাসরিন বলেন, পুলিশ প্রশাসন আমাদের পাশে রয়েছে। আমরা শনিবার বিকাল থেকে মাঠে খেলা শুরু করেছি। তারপরও যেহেতু অ্যাসিড মারার হুমকি দেয়া হয়েছে, আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে।
[৪] মঙ্গলী বাগচী বলেন, আবার মাঠে খেলা শুরু করতে পেরে আমরা আনন্দিত। তবে এখনো কিছুটা শংকা রয়েছে। পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত আমাদের পাশে থাকলে আমরা সঠিক বিচার পাবো বলে আশা করি।
[৫] বটিয়াঘাটা থানার ওসি শওকত কবীর বলেন, আমরা ঘটনা জানার পরই আইনগত ব্যবস্থা নিয়েছি। মূল আসামি নুর আলম, যে রড দিয়ে আঘাত করেছে তাকে গ্রেপ্তার করেছি। সে এখন কারাগারে আছে। বাকি তিনজন আদালত থেকে জামিন নিয়েছে। তারা এখন এলাকায় নেই। চার জন আসামি একই পরিবারের সদস্য।
[৬] তিনি বলেন, নারী ফুটবলাররা খেলার সময় মাঠে নজর রাখছে পুলিশ। আমাদের পরিকল্পনা আছে ওই মাঠে সার্বক্ষণিক পুলিশের নিরাপত্তা দেয়ার। আর যাদের ওপর হামলা হয়েছে, তাদের ও তাদের পরিবারের সঙ্গেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।
[৭] ২৯ জুলাই খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারের ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
